ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ।
The President will administer the oath of office and secrecy to the Prime Minister and other members of the Union Council of Ministers at 7 pm on May 30, 2019, at Rashrapati Bhavan
— President of India (@rashtrapatibhvn) May 26, 2019
আগামী ৩০ মে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিন কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন বলে রাষ্ট্রপতি ভবন জানিয়েছে। তবে সে তালিকায় কারা থাকবেন তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের জন্য দাবিপত্র দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এর পরই প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারা শপথ নেবেন, তা জানাতে বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিজেপির পক্ষ থেকে সম্মতি পেয়ে ৩০ মে সন্ধ্যা ৭টায় শপথগ্রহণের দিন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।