সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। প্রতিদিন কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। এর মধ্যে মার্কিন একদল বিজ্ঞানী আশার আলো দেখিয়েছেন। তাঁদের দাবি, নতুন গবেষণায় দেখা গেছে, সূর্যের আলো ও আর্দ্রতায় দ্রুত মরে যায় করোনাভাইরাস।
Sunlight and humidity kill #coronavirus the fastest, say US scientists https://t.co/tcQh0bVx6B pic.twitter.com/X8fPYBv2M1
— Al Jazeera English (@AJEnglish) April 24, 2020
দেশটির হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান উইলিয়াম ব্রায়ান হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে গবেষণার ফল তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, অতিবেগুনি রশ্মি প্যাথোজেনের ওপর প্রভাব ফেলে। তাই আশা করা যায়, গ্রীষ্মে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই গবেষণার ফল সতর্কতার সঙ্গে নিতে হবে। কারণ, এখনো এই গবেষণার পর্যালোচনা হয়নি।