করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭ জন।
THREAD 1/3 #Coronavirus press conference slides (29 April 2020)
🔵 Five tests for adjusting the lockdown
🔵 Transport use change (GB)
🔵 New cases (UK)
🔵 People in hospital with COVID-19 (UK)https://t.co/3C2bxJiR5T pic.twitter.com/x8QZJRkPD2— UK Prime Minister (@10DowningStreet) April 29, 2020
শুধু হাসপাতালে মোট মৃতের সংখ্যা ২২ হাজার ৪৪৩ জন। হাসপাতালের বাইরে কেয়ার হাউজে ও বাসাবাড়িতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ৩৮১১ জন রোগী মারা গিয়েছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের শত শত দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দেশে দেশে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগম, ব্যবসা-বাণিজ্য, হোটেল-রেস্তারাঁ।