বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এসব দেশ।
40-paise a pill antacid is new hope to treat Covid, Modi govt wants to stock up@ChandnaHimani reports #ThePrintHealthhttps://t.co/2aW0O1OR11
— ThePrintIndia (@ThePrintIndia) May 2, 2020
অথচ এখনও পর্যন্ত করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলার মুখ দেখেননি।
মহামারির এই ঘোর অন্ধকারে আশার আলো দেখল ভারত ৷ এবার জল্পনা তুঙ্গে একটি অতি স্বস্তার এন্টাসিড নিয়ে ৷ এন্টাসিডটি হল করোনার কার্যকরি ওষুধ, গবেষণায় নাকি এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ৷
নিউইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে ভাল ফলাফল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। চীনেও এই ওষুধের ট্রায়াল চলছে। ভারতে এন্টাসিড পর্যাপ্ত পরিমাণেই পাওয়া যায়। দাম মাত্র ৪০ পয়সা!