করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#HariShankarVasudevan #UniversityOfCalcutta #COVID19outbreak #COVID19 https://t.co/eTj7G9skf6
— Hindustan Times Bangla (@HT_Bangla) May 10, 2020
মে মাসের শুরুতেই জ্বরে আক্রান্ত হন ইতিহাসবিদ হরিশঙ্কর। পরে শ্বাসকষ্ট ও গলাব্যথা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমস্ত উপসর্গ দেখে দ্রুত তার করোনা পরীক্ষা করানো হয়।
বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট জানা যায়, তিনি করোনা পজিটিভ। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় হরিশঙ্করকে চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। তবে শেষরক্ষা হয়নি।