করোনা মোকাবিলায় ভারতে চতুর্থ দফায় লকডাউন বাড়তে পারে। রাজ্যগুলোর সঙ্গে কথা বলে চতুর্থ লকডাউনের নিয়মাবলী জানানো হবে ১৮ মের আগেই। পাশাপাশি ঘোষণা করলেন ২০ লাখ কোটি টাকার আর্থিক প্রণোদনা।
#Modi Govt’s Rs 20 Lakh Cr #EconomicPackage Third Largest In The World After #Japan And #UnitedStates
Details: https://t.co/k6oWcXfsYH pic.twitter.com/XuOiL4NnQZ
— ABP News (@ABPNews) May 12, 2020
মঙ্গলবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ।
প্রধানমন্ত্রী মোদি এই প্রকল্পের নাম দিয়েছেন ‘আত্মনির্ভর ভারত অভিযান’। কেন্দ্রীয় সরকার ঘোষিত ২০ ট্রিলিয়ন রুপির এই আর্থিক প্যাকেজ দেশে বিরাট সংস্কার আনবে বলে আশ্বস্ত করার পাশাপাশি ভারতজুড়ে চতুর্থ দফার লকডাউন যে সম্পূর্ণ ভিন্নধর্মী হবে সে কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার মোদির প্রায় ৩৩ মিনিটের ভাষণের মূল বিষয় ছিল বিশাল এই আর্থিক প্যাকেজ। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘২০ লাখ কোটির এই আর্থিক প্রণোদনার মধ্যে কৃষক, শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পক্ষেত্র—যারা নিয়ম মেনে কর দেন, শিল্পক্ষেত্র সবার জন্য বন্দোবস্ত থাকবে।’