স্বল্প মাত্রার ওষুধ ডেক্সামেথাসোন (Dexamethasone ) গুরুতরভাবে অসুস্থ করোনা রোগীদের সারিয়ে তুলতে কাজ করতে পারে বলে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছে ।
Dexamethasone is a life-saving coronavirus drug https://t.co/q4VRVa1ar8
— BBC Health News (@bbchealth) June 16, 2020
আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন যে, এই ওষুধ ব্যবহারের ফলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি ৪০%-২৮% কমে যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার ২৫%-২০% কমানো যাবে।
যুক্তরাজ্যে করোনা শুরুর প্রথম থেকেই যদি এই ওষুধ ব্যবহার করা সম্ভব হতো তাহলে ৫০০০ পর্যন্ত জীবন বাঁচানো যেত।
প্রধান গবেষক ও অধ্যাপক মার্টিন ল্যানড্রে বলছেন, প্রতি ৮ জন রোগী যাদের ভেন্টিলেটরের প্রয়োজন হয় তাদের মধ্যে একজনের জীবন বাঁচাতে পারে এই ডেক্সামেথাসোন।
বিশ্বের সব দেশে এই ঔষধ পাওয়া যায় এবং এটা খুব সস্তা ।