তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জামাতা বিরাত আল বিরাক অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৮ সাল থেকে আল বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যকাউন্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
View this post on Instagram
আল বিরাক জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে তিনি পদত্যাগ করেছেন। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘প্রায় পাঁচ বছর ধরে আমি একাধিক মন্ত্রণালয় সামলেছি। স্বাস্থ্যের কারণে আমি আর মন্ত্রী থাকতে চাই না। আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই। এতদিন কাজের জন্য পরিবারকে অবহেলা করেছি।’
তিনি এরদোয়ানের বড় মেয়ে এরসাকে বিয়ে করেছেন এবং তাদের চারটি সন্তান আছে। একদিন আগেই তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে বরখাস্ত করেছেন এরদোয়ান। সাবেক অর্থমন্ত্রী আগবালকে সেই দায়িত্ব দিয়েছেন এরদোয়ান।
তুরস্কের অর্থনীতির অবস্থা খুব ভালো নয়। ডলারের তুলনায় দেশের মুদ্রা লিরার দাম কমে গেছে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। জিনিসের দামও তাই বেড়েছে। আলবেরাক অতীতে একাধিকবার বলেছেন, বিদেশি শক্তির জন্যই তুরস্কের অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে।