গত ৬ মে, মেগানের কোল জুড়ে এসেছিল বেবি সাসেক্স। জন্মের পর সন্তানকে নিয়ে মেগান ও হ্যারি জনসমক্ষে এলেও ছোট্ট রাজকুমারের মুখ দেখা যায়নি। শেষপর্যন্ত ১৬ জুন রবিবার, ফাদার্স ডে উপলক্ষ্যে ছেলে আর্চি হ্যারিসন মাউন্টব্যটন উইন্ডসরের প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি।
View this post on Instagram
প্রসঙ্গত, বিয়ে থেকে শুরু করে সবক্ষেত্রেই চিরাচরিত রাজপরিবারের রীতি ভেঙেছেন প্রিন্স হ্যারি। ছেলের নাম করণেরও ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
এতদিন পর্যন্ত খাঁটি ব্রিটিশ নামেই নামকরণ করা হয়েছে রাজপরিবারের ছেলেমেয়েদের। তবে প্রিন্স হ্যারি ছেলের নাম রেখেছেন আর্চি, যেটি স্কটিশ নাম।