মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের দিনে ট্রাম্প সমর্থকরা হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
Capitol riots: FBI warnings amid fears of more pro-Trump violence https://t.co/PfKZPFU1Xs
— BBC News (World) (@BBCWorld) January 11, 2021
বিবিসির খবরে বলা হয়েছে যে, শপথ আয়োজন নষ্ট করতে ওয়াশিংটন ডিসি সহ দেশের ৫০ টি রাজ্যে অস্ত্রসহ হামলার পরিকল্পনা করছে ট্রাম্প সমর্থনপুষ্ট উগ্রবাদী সংগঠন। তবে, জো বাইডেন গণমাধ্যমকর্মীদের বলেন, ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিয়ে ভয়ে নেই তিনি।
২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। সকল হামলার কথা মাথায় রেখে শপথ অনুষ্ঠান জুড়ে থাকবে দেড় হাজার ন্যাশনাল গার্ডের দল। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান বলেছেন, শপথ অনুষ্ঠানকে লক্ষ্য করে ছয় দিনের বিশেষ মহড়া শুরু করবে মার্কিন গোয়েন্দারা।
এছাড়া প্রশাসনের সাথে আলোচনার করেছে এফবিআই। ১৫ হাজার ন্যাশনাল গার্ড ওয়াশিংটনে মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।