মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫২ বছরের ইতিহাস ভেঙে নব-নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ না নিয়েই শেষবারের মতো হোয়াইট হাউসের দরজা থেকে বেরিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তিনি স্ত্রীকে নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন।
JUST IN: President Trump and first lady Melania Trump depart the White House for the last time aboard Marine One https://t.co/l9MRKCRF4k pic.twitter.com/mnSyoNqGDJ
— CNN (@CNN) January 20, 2021
‘মেরিন ওয়ান’ নামক হেলিকপ্টার ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সেখানে পৌঁছে সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নতুন প্রশাসনের প্রতি শুভ কামনা জানান তিনি। তবে এবারও উচ্চারণ করেননি জো বাইডেনের নাম। ভাষণে তার সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি।
কথা বলেন করোনা ভাইরাস নিয়ে। বলেন, করোনা মোকাবিলায় আমরা এমন কিছু করেছি যা চিকিৎসায় বিস্ময় সৃষ্টি করেছে। করোনা ভাইরাস অনেক ভয়াবহ জিনিস। আমরা জানি এটা কোথা থেকে এসেছে। আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।
হোয়াইট হাউস ত্যাগের সময়ও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, দায়িত্ব পালনকালে তিনি অনেক কিছু অর্জন করেছেন। তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প মার্কিনদের ভালোবাসেন।
মেরিল্যান্ডের সামরিক ঘাঁটিতে অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় তার মা-এ-লেগো রিসোর্টে যাওয়ার কথা ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।