এবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেটনের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
At least nine people are dead and 16 people injured in a shooting in Dayton, Ohio, police say. The shooter is dead. https://t.co/auQCJWmRRp pic.twitter.com/UZHuWOeYdm
— CNN Breaking News (@cnnbrk) August 4, 2019
ডব্লিউএইচআইও-টিভির বরাত দিয়ে ডেইলি মেইল জানায় ডেটনের ওরেগনে নেড পেপারস বারে এ হামলার ঘটনা ঘটেছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা গেছে, ওই বারের বাইরে জরুরি সেবার গাড়ি ও চিকিৎসকেরা অবস্থান করছেন।
মিয়ামি ভ্যালি হাসপাতালের মুখপাত্র জানান, তাদের হাসপাতালে আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। কিন্তু আহতদের অবস্থা কেমন তা তিনি জানান নি।
Same story different location. In less than 24 hours of El Paso Texas, there is another mass shooting in Dayton Ohio. Original video of the gunfire.#WhiteSupremacistTerrorism pic.twitter.com/haDrSZk8rG
— Jerry Avenaim (@avenaim) August 4, 2019
হামলাকারী দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আরেক হামলাকারী পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
টেক্সাসে ওয়ালমার্টের দোকানে এক বন্দুকধারীর হামলার কয়েক ঘণ্টার মধ্যে ওহাইওতে হামলার ঘটনা ঘটল।টেক্সাসের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়াল মার্টের দোকানে শনিবার বেলা ১১টার দিকে ওই হামলায় ২০ জনের মৃত্যু হয়।