ছুরি নয়, কেকে গুলি করে জন্মদিন পালন করলেন এক যুবক। তার এমন অদ্ভুত স্টাইলে জন্মদিন পালনের ভিডিও রীতিমতো ভাইরাল।
लाइव बर्थडे।। बागपत में फायरिंग कर काट केक@bptpolice @igrangemeerut @Uppolice pic.twitter.com/j9QGVmXW62
— Shadab Rizvi (@ShadabNBT) July 31, 2019
ভিন্ন রকম পরিকল্পনা নিয়ে জন্মদিন পালন করে থাকেন অনেকে, যেন দিনটি তার জন্য বিশেষ স্মৃতি বহন করে। স্মরণীয় হয়ে থাকে।
তবে ভারতের উত্তর প্রদেশের এই যুবক দিবসটিকে স্মরণীয় করে রাখতে এমনই ব্যতিক্রম কিছু করলেন যে, তা দেখে থমকে গেছেন নেটিজেনরা। সমালোচনাও করা হচ্ছে অনেক।
ভিডিওতে বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিন উদ্যাপনের প্রস্তুতির মধ্যেই ওই যুবকের হাতে একটি দেশি পিস্তল দেখা যায়। কেকটি মাঝখানে রাখার পর যুবকটি তাতে গুলি করেন; এরপরই বন্ধুবান্ধবরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করেন।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর টনক নড়ে বাগপত পুলিশের। বেআইনি অস্ত্র ব্যবহারের অভিযোগে ওই যুবককে শিগগিরই গ্রেপ্তার করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা।