আত্মঘাতী বোমা হামলায় মানুষের বদলে গরুকে কাজে লাগানোর কৌশল অবলম্বন করছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জানা গেছে, তাদের সদস্য সংখ্যা কমে যাওয়া ও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ায় এ পদ্ধতি অবলম্বন করা শুরু করেছে তারা।
The Islamic State has been reluctant to use humans to carry bombs because of the group’s reduced numbers, so it has tried out a new tactic: exploding cows https://t.co/9NvHPxWa4o
— The New York Times (@nytimes) September 5, 2019
ইরাকের আল ইসলাহ’র অধিবাসীরা বিস্ফোরক বেল্ট বাঁধা দুটো গরুকে গ্রামের উত্তর পাশে ঘুরতে দেখেছেন বলে জানান দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল-আতিয়া।
তিনি বলেন, গরু দুটো গ্রামের উপকণ্ঠে ঘেরাঘুরি করতে করতে বাড়িঘরের কাছে যাওয়ামাত্র রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গরুগুলো মারা যাওয়ার পাশাপাশি আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আল আতিয়ার কথায়, এ হামলা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের বাহিনীর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএস এর চারবছরের যুদ্ধে দলটি জনশক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণেই তারা এখন এ বিকল্প পথে হাঁটছে।