পৃথিবীতে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যার কোন ব্যাখ্যা নেই । এরকমই একটি ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলার বার্ষিকীর ঠিক সেই দিন ১১ সেপ্টেম্বর ।
On 9/11 at 9:11 p.m. at 9 lbs. 11 oz., Christina Brown was born into the world last night at Methodist Le Bonheur Germantown Hospital!
Her mom says, “18 years later on that day 9/11, you find triumph; you find a piece of joy from a day that was so drastic and still hurts.” pic.twitter.com/a7zCrRFSE7— Methodist Healthcare (@MethodistHlth) September 12, 2019
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে যে, টেনেসির জার্মানটাউনের মেথোডিস্ট লেবোনা হাসপাতালে সিজারিয়ান সেকশনে ১১ সেপ্টেম্বর (৯/১১) রাত ৯টা ১১ মিনিটে নয় পাউন্ড ১১ আউন্স ওজন নিয়ে ক্রিস্টিনা ব্রাউনের জন্ম হয়েছে।
ক্রিস্টিনার মা এটাকে ‘ছোট্ট অলৌকিক’ কাণ্ড বলে অভিহিত করেছেন ।
হাসপাতালের অপারেশন থিয়েটারের কর্মীরা বাচ্চাটির জন্ম নেওয়ার সময় ও দৈহিক ওজন রেকর্ড করার পর বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। তার মা কামিট্রিয়োনি মুর ব্রাউন বলেছেন “বিশেষত এ জাতীয় ট্র্যাজেডির দিনটিতে কিছুটা আনন্দ খুঁজে পাওয়া সত্যিই উত্তেজনাপূর্ণ ”
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া ভবনে ১৮ বছর আগে ঠিক এই দিনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল দুটি যাত্রীবাহী বিমান নিয়ে । এতে আকাশচুম্বি ওই ভবন দুটি গুড়িয়ে যায় এবং প্রায় তিন হাজার লোকের মৃত্যু হয়। তারপর থেকে দিবসটি পালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রজুড়ে শোকের দিন হিসেবে ।
ক্রিস্টিনার বাবা জাস্টিন ব্রাউন বলেন, “আমরা শুনলাম চিকিৎসকেরা জন্মের সময়টি ৯/১১ বলে ঘোষণা করলো, এরপর তারা যখন ক্রিস্টিনার ওজন করলো, আমরা বিস্ময়সূচক ধ্বনি শুনলাম আর সবাই বুঝতে পারলো ক্রিস্টিনার ওজন ৯/১১, জন্মের সময় ৯:১১ আর তারিখ ৯/১১।
হাসপাতালের নারী বিভাগের প্রধান রেইচেল লকলিন জানিয়েছেন এ ধরনের ঘটনা সত্যিই বিরল। তিনি আরও বলেন “৩৫ বছরেরও বেশি সময় ধরে আমি নারী বিভাগে কাজ করে আসছি, কিন্তু কখনও একটি বাচ্চার জন্মের তারিখ, জন্মের সময় ও ওজন এক হতে দেখিনি,” ।
ক্রিস্টিনার বাবা-মা জানিয়েছেন ক্রিস্টিনা যখন বড় হবে তখন তার জন্মের গুরুত্বপূর্ণ এ দিকটি তার সঙ্গে শেয়ার করবেন ।