ইতালির খ্যাতনামা চিত্রকর মাউরিঝিও কাত্তেলানের তৈরি ১৮ ক্যারেট খাঁটি সোনার ব্যবহার উপযোগী কমোডটি যুক্তরাজ্যের ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি হয়ে গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে কমোডটি চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুরির ঘটনায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
Blenheim Palace closed after ‘£1m 18-carat solid gold toilet stolen overnight’ https://t.co/y2XyIBJjjZ pic.twitter.com/CUE2cRZZB3
— Daily Mirror (@DailyMirror) September 14, 2019
অক্সফোর্ডশায়ারে স্মৃতিস্মারক ব্লেনহেম প্রাসাদের টয়লেটে স্থাপিত ব্যবহার উপযোগী সোনার কমোডটির নাম ছিল ‘আমেরিকা’। দর্শনার্থীরা বিনা মূল্যে কমোডটি দেখার সুযোগ পেতেন। একেকজনের জন্য তিন মিনিট করে সময় বেঁধে দেওয়া হতো।
বিদ্রূপাত্মক চিত্রকর্মের জন্য ইতালির খ্যাতনামা চিত্রকর মাউরিঝিও কাত্তেলান গত বৃহস্পতিবার শুরু হওয়া তার এক চিত্র প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল শিল্পকর্মটি।
A toilet made entirely of gold has been stolen from Blenheim Palace, where Winston Churchill was born https://t.co/HodWbUUqvM pic.twitter.com/hNnXOJrO19
— CNN Breaking News (@cnnbrk) September 14, 2019
অক্সফোর্ডশায়ারে স্মৃতিস্মারক ব্লেনহেম প্রাসাদের টয়লেটে স্থাপিত ব্যবহার উপযোগী সোনার কমোডটির নাম ছিল ‘আমেরিকা’। সিএনএনের খবরে কমোডটির দাম ৫০ লাখ মার্কিন ডলার (৪২ কোটি ২৪ লাখ টাকার বেশি) বলে উল্লেখ করা হয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যমে এটিকে ১৮-১৯ লাখ ডলার বলা হয়েছে।
১৮ শতাব্দীর এই প্যালেসটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। তদন্তের স্বার্থে প্যালেসটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।