মহাকাশ গবেষণায় অবদান রাখায় চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন জেমস পিবলস, মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
2019 #NobelPrize laureate James Peebles took on the cosmos, with its billions of galaxies and galaxy clusters. His theoretical framework, developed over two decades, is the foundation of our modern understanding of the universe’s history, from the Big Bang to the present day. pic.twitter.com/fly4alndv9
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2019
এদের মধ্যে ফিজিকাল কসমোলোজি বিষয়ে গবেষণায় এই পুরস্কার পান জেমস পিবলস এবং সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্ধেক (৯১০,০০০ ডলার) পুরষ্কার পাবেন পিবলস, এবং মেয়র ও কুলোজকে বাকি অংশ ভাগ করে দেওয়া হবে।
বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর থেকে চিকিৎসাবিদ্যায়, ৮ অক্টোবর পদার্থবিদ্যায়, ৯ অক্টোবর রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, শান্তি ও সাহিত্যে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল ফাউন্ডেশন সুইডেন এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক এই পুরস্কার দিয়ে থাকে।