Olga-peter-Nobel Prizes in Literature

আজ বৃহস্পতিবার রয়াল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করেন ।

২০১৯ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন অস্ট্রিয়ার সাহিত্যিক পিটার হান্দকে ও ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পোলান্ডের লেখিকা ওলগা তোকারচুক ।

২০১৮ সালের নোবেল পুরস্কার জয়ী ওলগা তোকারচুক গতবছর ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। তিনি এবার ১৫তম নারী হিসেবে সাহিত্যে নোবেল পেলেন।

উল্লেখ্য, যৌন অসদাচরণের এক অভিযোগের তদন্ত নিয়ে জটিলতায় গতবছর সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা ঘোষণা করতে পারেনি সুইডিশ অ্যাকাডেমি।

শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে স্টকহোম এবং অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হবে।