নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নাম ঘোষণা করেন।
BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2019 to Ethiopian Prime Minister Abiy Ahmed Ali.#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/uGRpZJHk1B— The Nobel Prize (@NobelPrize) October 11, 2019
ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ২০ বছরের যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নোবেল কমিটি তাকে এই পুরস্কার দেয়।
Prime Minister Abiy Ahmed announced as 2019 Nobel Peace Prize Laureate. We are proud as a nation!!!#PMOEthiopia pic.twitter.com/82SLwDJw21
— Office of the Prime Minister – Ethiopia (@PMEthiopia) October 11, 2019
দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চল নিয়ে একটি অর্থহীন যুদ্ধ চলছিল, যা উভয় দেশের জন্য একটি বিশাল আর্থিক এবং মানবিক ব্যয়।