প্রায় একশো যাত্রী ও বিমানকর্মী নিয়ে কাজাখস্তানে ভেঙে পড়ল একটি বিমান। শুক্রবার কাজাখস্তানের আলমাতি বিমানবন্দরের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। টেক অফের সময়ই উচ্চতা হারানোর ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
Breaking News: A plane carrying 100 people crashed into a building in Almaty, Kazakhstan. The death toll was unclear, but officials said there were survivors. https://t.co/K4uSKHiHnc
— The New York Times (@nytimes) December 27, 2019
শুক্রবার স্থানীয় সময় সকালে বেক এয়ারের ফ্লাইট জেড ৯২১০০ ওই ফ্লাইটটি আলমাতি বিমানবন্দর থেকে রাজধানী নুর সুলতানের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর এ দুর্ঘটনার কবলে পড়ে। বেকএয়ারের ওই ফ্লাইটে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা প্রদানে সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। জীবিতদের উদ্ধারের কাজ চলছে।
WATCH: Footage from the scene after Bek Air passenger plane carrying 100 people crashes into building in Almaty, Kazakhstan pic.twitter.com/pdGyK2uDCE
— BNO News (@BNONews) December 27, 2019
প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়। এর কিছুক্ষণ পর ৭টা ২২ মিনিটে একটি দোতলার বাড়ির ওপর আছড়ে পড়ে প্লেনটি।