ব্রিটিশ রাজপরিবারের বধূ প্রিন্সেস ডায়নার ভাতিজি লেডি কিটি স্পেন্সার বিয়ে করতে যাচ্ছেন তার বাবার চেয়েও ছয় বছরের বড় এক ব্যবসায়ীকে। তার নাম মাইকেল লুইস।
Princess Diana’s niece Lady Kitty Spencer is set to a marry multi-millionaire fashion tycoon who’s just 5 years older than her dad https://t.co/WupkZXopLL pic.twitter.com/NtO6He6HQo
— Fabulous (@Fabulousmag) January 4, 2020
বিট্রিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লেডি কিটি স্পেন্সার ডায়নার ভাইয়ের মেয়ে। ২৯ বছর বয়সী কিটি বিয়ে করতে যাচ্ছেন ৬১ বছর বয়সী লুইসকে। অথচ কিটির বাবা আর্ল স্পেন্সারের বয়স ৫৫।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত লুইস ফ্যাশন জগতে প্রভাবশালী এক নাম। তার মোট সম্পদের পরিমাণ ৮০ মিলিয়ন পাউন্ড। তিন সন্তানের বাবা লুইস আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তার সন্তানরা সবাই নতুন স্ত্রীর সমবয়সী।
Princess Diana’s niece Lady Kitty Spencer, 29, to wed £80M tycoon, 60, who’s older than her dadhttps://t.co/KXVDQCYtPK
— Daily Star (@dailystar) January 4, 2020
কিটি এবং লুইসকে গত আগস্টে এক সঙ্গে দেখা যায়। ফ্রান্সের একটি ক্লাবে একে-অপরকে চুমু খেয়ে আলোচনায় আসেন। তিন মাস বাদে সম্পর্কের কথা স্বীকার করে বিয়ের ঘোষণা দিলেন।