ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে; ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।
Iran removes all limits on uranium enrichment, in effect ending its remaining commitments to the 2015 nuclear deal https://t.co/GGfGsuyXdx
— BBC Breaking News (@BBCBreaking) January 5, 2020
এক বিবৃতিতে ইরান জানিয়ে দিয়েছে,তারা আর তাদের পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা বা উন্নয়ন সীমিত রাখার শর্ত মেনে চলবে না।
যুক্তরাষ্ট্রসহ ছয় বৃহৎ শক্তির সঙ্গে করা পরমাণু চুক্তির ভবিষ্যৎ ঠিক করতে স্থানীয় সময় রোববার রাতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ইরানের উচ্চপদস্থ নেতারা।
২০১৫ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু চুক্তি হয় ইরানের। ওই চুক্তির মূল বিষয় ছিল, ইরান পরমাণু কার্যক্রম সীমিত রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যেকোনো পরমাণু স্থাপনায় যেকোনো সময় পরিদর্শন করতে পারবে। বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র।
Iran just took another step back from the 2015 nuclear deal signed by President Obama https://t.co/AqEsDLXBU4
— Bloomberg Politics (@bpolitics) January 5, 2020
যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে যাওয়ার পরও স্বাক্ষরকারী বাকি দেশগুলো ইরানের সঙ্গে সমঝোতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। এখন ইরান সেই চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশগুলোর নেতারা।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার এক যৌথ বিবৃতি ইরানকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।