পুরো ইরাকজুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। এমন পরিস্থিতির মধ্যেই উত্তর বাগদাদের একটি ইরাকি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। সেই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করতো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
Eight rockets hit Iraq’s Balad Air Base today, wounding four Iraqi air force officers https://t.co/S63KXuxRuJ pic.twitter.com/z5d8HEAOAD
— CNN Breaking News (@cnnbrk) January 12, 2020
ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আটটি কাতিউসা রকেট ছোড়া হয়েছিল ঘাঁটি লক্ষ্য করে, চারটির আঘাত হেনেছে। এতে দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
ঘাঁটিটিতে মার্কিন বিমানবাহিনী, উপদেষ্টা এবং ঠিকাদাররা থাকতো। কিন্তু, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পর তাদের অধিকাংশকেই সরিয়ে নেওয়া হয়েছে।
4 Iraqi servicemen hurt in rocket attack on Baghdad air base hosting American trainers https://t.co/S72DH53jsq pic.twitter.com/8PPiAcE9WH
— CBS News (@CBSNews) January 13, 2020
এরই মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনীয় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন যাত্রী নিহত হলে ঘটনা অন্য দিকে মোড় নেয়। তেহরানে এখন নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইরানিরা।
অন্যদিকে সোলেমানি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের ইরাক ছাড়ার চাপ বেড়েছে। বিদেশি সৈন্যদের বের করে দিতে ইরাকে পার্লামেন্টে পাস হয়েছে একটি প্রস্তাব।