নাইজেরিয়ায় মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া ১১ সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।
বুধবার দেশটির সরকারি মুখপাত্র আবদুর রহমান জাকারিয়া রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার টঙ্গো টঙ্গো শহরের কাছে এ হামলা হয়েছে। যেখানে ২০১৭ সালে চারজন আমেরিকার সেনা ও চারজন নাইজেরিয়ান সেনা নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলাকারীদের সনাক্ত করা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ার পশ্চিমে সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ একটি হামলা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে বেশ কয়েকটি জিহাদি গোষ্ঠী সক্রিয় রয়েছে।