বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকা সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদির সফর বাতিলের বিষয়টি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
PM Modi’s Dhaka trip cancelled after Bangladesh reports 3 coronavirus cases https://t.co/ukk2O5i4l6 pic.twitter.com/0K9AoaKNqH
— Times of India (@timesofindia) March 9, 2020
এর আগে রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। তারপরই ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করার কথা জানায় সরকার।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী জানান, এই উদযাপনের অন্য অনুষ্ঠানগুলো পরিকল্পনা মতোই চলবে। তবে জনসমাগম হবে যেসব অনুষ্ঠানে সেই অনুষ্ঠানগুলো আপাতত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু করোনার ব্যাপক বিস্তার আর বাংলাদেশে প্রথমবার শনাক্ত হওয়ায় তা বাতিল হলো।