Photo credit: Twitter

সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করল বার্সেলোনা (Barcelona)। এর ফলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল কাতালান দলটি। গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা।

বার্সেলোনা মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে, তবে জিনেদিন জিদানের দল রবিবার পয়েন্ট তালিকার নীচের ক্লাব এস্পানিয়োলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে যেতে পারে ।

সেল্টা ভিগোর ডি ব্যালাইদোস মাঠে খেলতে নেমে ম্যাচের ২০ মিনিটের মাথায় মেসির ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান লুইস সুয়ারেজ। জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর সুয়ারেজ তার সেরা খেলাটি খেলেন। তার গোলেই প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সেল্টা ভিগোর রুশ ফরোয়ার্ড ফিওদোর স্মোলোভের গোলে সমতায় আসে দল । ম্যাচের ৬৭ মিনিটে নিজের জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। খেলার ৮৮ মিনিটে সেল্টা ভিগোর পক্ষে ম্যাচে সমতা নিশ্চিত করেন আইগো আসপাস।

বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here