দুর্দান্ত খেলে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে রইলো বার্সেলোনা । ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্ট কমিয়ে আনলো মেসির দল ।
Barcelona 4-1 Villarrea https://t.co/QfYuAUV4Ys
— MorningRinger (@morning_ringer) July 6, 2020
জয়ের কোন বিকল্প ছিল না বার্সার কাছে । ভিয়ারিয়ালের মাঠে রোববার রাতে ৪-১ গোলে জিতেছে সেতিয়েনের দল। জিতেও লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বার্সা।
খেলার ৩ মিনিটে পাউ তোরেসের আত্মঘাতী গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার ১৪ মিনিট পর সমতা টানেন জেরার্দ মোরেনো। এরপর ২০ মিনিটে লুইস সুয়ারস ও ৪৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের দারুণ গোলে প্রথমার্থে ৩-১ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা ।
বিরতির পর ৮৬তম মিনিটে দলের চতুর্থ গোল করেন বার্সার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।
🤍🔝 @realmadriden maintain their lead at the top of the #LaLigaSantander standings! pic.twitter.com/7pFCsgZUH7
— LaLiga English (@LaLigaEN) July 5, 2020
এই জয়ের ফলে ২২তম জয় পেল সেতিয়েনের দল। সাত ড্রয়ে ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট হল ৭৩। তারপরেও পয়েন্ট তালিকায় রিয়াল থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা ।