টাইব্রেকারে জিতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে উঠল বার্সেলোনা।
What a finish! pic.twitter.com/t8m9b61vJT
— FC Barcelona (@FCBarcelona) January 13, 2021
কোর্দোবায় বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। খেলার দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ওইয়ারসাবালের সফল স্পট কিকে সমতায় ফেরে সোসিয়েদাদ।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে রবিবারের ফাইনাল ম্যাচে পা রাখল রোনাল্ড কুমানের শিষ্যরা।
টাইব্রেকারে প্রথমে শট নেয় রিয়াল সোসিয়েদাদ। নিজের পাঁচটি শট শেষে তারা গোল করতে পারে ২টি। অন্যদিকে বার্সেলোনা তাদের প্রথম চার শটে সফল ঠিক ২ বারই। ম্যাচ নির্ধারণী শটটি নেওয়ার ভার পড়ে রিকি পুইগের কাঁধে। শ্বাসরুদ্ধকর মুহূর্তে গোল দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তিনি।
তবে প্রতিপক্ষের প্রথম দুটি শট ঠেকিয়ে ফাইনালের পথ দেখালেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। যার অসাধারণ পারফরম্যান্সের কারণে টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সা।
দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আথলেতিক বিলবাও।