Photo Credit: Twitter

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে পিএসজি ৪-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছে। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসের দলটি।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সাকে দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে ন্যূনতম ৪-০ ব্যবধানে জিততে হবে । খেলা হবে পিএসজির মাঠে ।

বাংলাদেশ সময় মঙ্গবার রাতে ন্যু ক্যাম্পে শুরুটা ভাল ছিল বার্সার । ২৭ মিনিটে মেসির পেনাল্টি কিকে লিড নেয় বার্সা। পিছিয়ে পড়ে পিএসজি একের পর এক আক্রমণ করতে থাকে। এর ফলে মার্কো ভেরাত্তির পাসে জোরালো শটে গোল করেন এমবাপে (১-১)। প্রথমার্ধ এই ফল নিয়ে মাঠ ছারে দুই দল ।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে এমবাপের গোলে লিড নেয় পিএসজি(২-১)।
৭০ মিনিটে পিএসজির ইতালিয়ান ফরোয়ার্ড কিন হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন । ম্যাচের ৮৫ মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাসে কোনাকুনি শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এমবাপে (৪-১)।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সাকে ফিরতি পর্বে প্রতিপক্ষের মাঠে বড় জয় পেতে হবে। এই অসম্ভব কাজকে কীভাবে সম্ভব করার জন্য আগামী ১০ মার্চ পিএসজি মাঠে নামবে রোনাল্ড কুমানের দল।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির ক্লাব লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে ৫৩ মিনিটে প্রথম গোল করেন মোহামেদ সালাহ ও অপরটি ৫৮ মিনিটে সাদিও মানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here