আগামী মাস থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা ফুটবলে নেইমারের পরিবর্তে ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দানি আলভেজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
Daniel Alves será o capitão da #SeleçãoBrasileira na Copa América. Boa sorte, craque! ⚽🇧🇷 #JogaBola
Saiba mais em https://t.co/8JGEihDKZX
Foto: @lucasFigfoto / CBF pic.twitter.com/WVGf96pYDa
— CBF Futebol (@CBF_Futebol) May 27, 2019
২০১৮ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের কোচ তিতে নেইমারকে ব্রাজিল দলের স্থায়ী অধিনায়ক করেছিলেন। ইতোমধ্যে স্বাগতিক ব্রাজিলসহ দল ঘোষণা করছে অংশ নেওয়া দলগুলো।
দল ঘোষণার সময় ব্রাজিল দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল নিয়মিত অধিনায়ক নেইমারকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, শনিবার নেইমারের সাথে যোগাযোগ করেই ব্রাজিল কোচ টিতে এই সিদ্ধান্ত নেন।
বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।
আগামী ১৬ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। ৭ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।