ঘরের মাঠে কোপা আমেরিকার আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। কাতারের বিপক্ষে জেতা ম্যাচে চোটে পড়ে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন সুপারস্টার নেইমার।
Neymar has been ruled out of Brazil’s 2019 Copa America campaign after rupturing ankle ligaments in a friendly against Qatar on Wednesday.
— Sky Sports News (@SkySportsNews) June 6, 2019
কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে রিচার্লিসনের গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলের শিকার হন নেইমার। মাত্র ২১ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
শুরুতে ছোটখাটো ইনজুরি মনে হলেও পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এটা গুরুতর।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, ‘স্ক্যানের পর দেখা গেছে, নেইমারের গোড়ালির একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। চোট গুরুতর হওয়ায় নেইমার ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নেওয়ার জন্য সময়মতো সেরে উঠতে পারবে না। ‘