কোপা আমেরিকার আগে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছোট দল নিকারাগুয়াকে ৫-১ গোলে হারাল লিওনেল স্কালোনির শিষ্যরা।
⏱ 45′ ST ⚽️ @Argentina 🇦🇷 5 (Lionel Messi x2, Lautaro Martínez x2 y Roberto Pereyra) – #Nicaragua 🇳🇮 1 (Juan Barrera)
— Selección Argentina 🇦🇷 (@Argentina) June 8, 2019
আজ শনিবার সকালে (বাংলাদেশ সময়) এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
৩৭তম মিনিটে মেসিই দলকে এনে দেন কাঙ্ক্ষিত গোল। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার গোল এখন ৬৭টি।
দ্বিতীয়ার্ধে মেসিকে নামাননি কোচ স্কালোনি। ৬৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আগুয়েরোর বদলি হিসেবে নামা মার্টিনেস।
এর ১০ মিনিট পরেই দারুণ ভলিতে জালে বল জড়িয়ে ব্যবধান আরো বাড়ান ইন্টার মিলানের এ ফরোয়ার্ড।
৭৩তম মিনিটে আরেক কর্নারে বল দারুণ ভলিতে জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান মার্তিনেস।
ম্যাচের ৮১তম মিনিটে নিকারাগুয়ার শিবিরে শেষ আঘাত হানেন পেরেইরা।
এরপরে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিকারাগুয়ার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন জুয়ান বেরেরা।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।