নেইমার ছাড়াই কোপা আমেরিকাকের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল।
সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে কুটিনহোর জোড়া গোলে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল তিতের দল।
৬০ বছর পর কোপা আমেরিকার ৪৬তম আসরে ব্রাজিল মাঠে নামে সাদা জামা জার্সি পরে। জার্সির মতো খেলা দেখেও চেনা যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। চোট পাওয়া নেইমারের জায়গায় ফিরমিনোকে এবং আর্থারের জায়গায় নামান ফের্নান্দিনিয়োকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা শুরু করেছিল ব্রাজিল । কিন্তু প্রথমার্থে কোন দলই গোল করতে পারেনি । দ্বিতীয়ার্ধে ব্রাজিলের অব্যাহত আক্রমণের মুখে কুটিনহো প্রথমে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পর ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী কুটিনহো।
ম্যাচের ৮৫তম মিনিটে তৃতীয় তথা শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় এভারটন। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় ব্রাজিলের পরবর্তী ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে ।