কোপা আমেরিকায় নিজিদের প্রথম ম্যাচে হেরে গেল আর্জেন্টিনা । সালভাদরে বাংলাদেশ সময় রবিবার (১৬ জুন) ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচে ১৪ বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় কলম্বিয়া।
দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে। রজার মার্তিনেজ কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দুভান জাপাতা।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। কোনও দলই তেমন বলার মতো আক্রমণ গড়ে তুলতে পারেনি। এমনকি গোলমুখে কোনো শটই নিতে পারেনি আলবিসেলেস্তেরা।
খেলার দ্বিতীয়ার্ধে লিওনেল মেসিরা দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। বরং ১৫ মিনিটের ব্যবধানে দুবার আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে উৎসব করেছেনরদ্রিগেজ-রাদামেল ফ্যালকাওরা।
৭১তম মিনিটে আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিকে পরাস্ত করেন কলম্বিয়ার বদলি ফরোয়ার্ড মার্টিনেজ। এরপর ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জাপাতা।
এর আগে পোর্তো আলেগ্রেতে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।
আগামী বৃহস্পতিবার (২০ জুন) মিনেইরোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ।