কোপা আমেরিকার অষ্টম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো নেইমার বিহীন ব্রাজিলকে।
90 ‘FIM DO JOGO
🇧🇷 0-0 🇻🇪Baixe o APP Oficial da @CONMEBOL #CopaAmerica e não perca nenhum detalhe: https://t.co/mYYF6r9PXt pic.twitter.com/OIgR1FdyUG
— Copa América (@CopaAmerica) June 19, 2019
দেশের মাটিতে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিলকে রুখে দিলো ভেনেজুয়েলা। এতে পয়েন্ট খোয়ালো কোপার আটবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করা ব্রাজিল পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল।
তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন দাভিদ নেরেস। প্রথমার্ধের বাকি সময়ও আক্রমণে ছিল না তেমন ধার।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে নামার সময়ই রিচার্লিসনের বদলে গ্যাব্রিয়েলকে মাঠে নামান ব্রাজিলিয়ান কোচ তিতে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করা ব্রাজিলের ৫০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় অরক্ষিত নেরেসের জোরালো শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে প্রতিহত হলে।
শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় স্বাগতিকদের। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল।