কোপা আমেরিকার ফাইনালে উঠলো ব্রাজিল । বুধবার বাংলাদেশ সময় ৬:৩০ বেলো হরিজোন্তের এস্তাদিও মিনেইরোতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে ।
- US Open Tennis 2019: Fixtures, Schedule, Time Table
- 2019 Wimbledon Tennis: Fixtures, Schedule, Dates, Time Table
- Ashes 2019 Live Streaming & TV Channel
২০০৭ সালের পর এই প্রথম কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল।
খেলার প্রথমার্থের ১৯ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল । গোল শোধ করতে মরিয়া আর্জেন্টিনার সামনে এক সুযোগ আসে ৩০তম মিনিটে । কিন্তু মেসির ফ্রি-কিকে সার্জিও আগুয়েরো নেওয়া হেড ক্রসবারে প্রতিহত হত।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলে এ সুযোগ কাজে লাগিয়ে ৭১তম মিনিটে ফিরমিনোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা ।
ম্যাচে ফিরতে মরিয়া আর্জন্টিনা ৭৭তম মিনিটে আরেকটি ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেনি । শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়েন মেসির দল ।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহম্পতিবার সকালে আরেক সেমি-ফাইনালে পেরুর মুখোমুখি হবে চিলি।
কোপা আমেরিকায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় ফাইনাল খেলবে।
Brazil beat Argentina
Posted by Sports News Update on Tuesday, July 2, 2019