Photo credit: Twitter

কলম্বিয়ার পর আর্জেন্টিনাতেও হচ্ছে না কোপা আমেরিকা টুর্নামেন্ট। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিযোগিতা শুরু হওয়ার ১৩ দিন আগে কনফেডারেশন সিদ্ধান্ত নিলো, আর্জেন্টিনাতে কোপা আমেরিকা টুর্নামেন্ট হচ্ছে না।

আর্জেন্টিনায় ম্যাচ বাতিলের বিস্তারিত ব্যাখ্যা না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত হতে পারে । বর্তমানে সেখানে এখন ৯ দিনের লকডাউন চলছে। তবে, সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন থেকে এই টুর্নামেন্ট কবে, কোথায় হবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, আগামী জুন মাসের ১৪ তারিখ থেকে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here