copa america 2021 brrazil
Photo Credit: Twitter

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ব্রাজিল ও ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এবারের কোপা আমেরিকার আসর। এদিকে ভেনিজুয়েলার খেলোয়াড় ও কোচিং স্টাফ মোট ১২ জন করোনা পজিটিভ হয়েছে বলে জানা গেছে।

কোপার এবারের আসরটি যেন অন্যবারের মতো নির্মল আনন্দের নয়। করোনার কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ থেকে এর আয়োজন ছিটকে গেছে। এবার কোপা শিবিরে যেন কাল হলো করোনা। ম্যাচ শুরুর একদিন আগেই বড় ধরনের ধাক্কা খেলো টুর্নামেন্টটি। কোপা আমেরিকার ৪৭তম আসরটিতে দুর্ভাগ্য যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ ।

এর আগে কোপার ৪৭তম আসরটি গত বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও মহামারির কারণে করোনাভাইরাস পরিস্থিতিতে এক বছর পিছিয়ে যায় কোপা আমেরিকা। তবে এ বছরও কোপা নিয়ে নাটকীয়তা কম হয়নি।

এদিকে কোপা আমেরিকার এবারের আসরটির যৌথভাবে আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি নাজুক থাকায় সেখানে কোপার আসরটি আয়োজন করা হয়নি। পরে ব্রাজিলে এবারের আসরটি সরিয়ে নেয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here