‘জঘন্যতম এবং পক্ষপাতদুষ্ট’ রেফরিংয়ের জন্যই হার। সরাসরি এই অভিযোগ তুলে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হলো আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশের জাতীয় ফুটবল সংস্থা একেবারে সরাসরি ব্রাজিলের কাছে কোপা আমেরিকার সেমিফাইনালে হারের জন্য দায়ী করল ম্যাচের ইকুয়েডরের রেফারি রডি জামব্রানোকে।
ব্রাজিলের কাছে হারের পরে মেসি একেবারে স্বভাববিরুদ্ধভাবে বলে বসেন, রেফারি স্বয়ং ব্রাজিলের হয়ে খেলে তাদের হারিয়ে দিয়েছেন। যে কোনও বিতর্কিত সিদ্ধান্তে ব্রাজিলের পক্ষে রায় দিয়েছেন।
Tite was proud that Brazil were able to neutralize “alien” Messi in their #CopaAmerica semifinal victory.https://t.co/0bPmFlXxZ6
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) July 5, 2019
আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ম্যাচ চলাকালীন সময়ে ইকুয়েডরের রেফারি রডি জামব্রানোর বেশ কিছু সিদ্ধান্ত ন্যায্য ছিল না। ফলে জাতীয় দল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আর্জেন্টিনার দাবি, স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, এই দুজনকে দুবার পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। পেনাল্টি দেওয়া তো দূর, ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)’ এর সাহায্যও নেননি রেফারি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আগুয়েরোর পড়ে যাওয়ার ঠিক পর পরই ম্যাচের দ্বিতীয় গোল করে ফেলেন ব্রাজিল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। এই দুটি ঘটনায় ভিএআর এর সাহায্য না নেওয়ার কারণে পেনাল্টি পায়নি আর্জেন্টিনা, এমনটাই মনে করছে তারা।
🇦🇷🤷♂️ “VAR worked very well until today – incredible!” — Aguero left mystified by refereeing decisions following Argentina’s #CopaAmerica exit.https://t.co/YSbnpbURRy
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) July 5, 2019
ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনাল দেখতে সেদিন হাজির হয়েছিলেন ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বোলসোনারো।
একে তো ব্রাজিলেই খেলা হচ্ছে, তার ওপর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলা দেখতে এসেছেন দেশের প্রধানমন্ত্রী।
তাঁর উপস্থিতির কারণেই রেফারিরা ম্যাচের সিদ্ধান্তগুলো ব্রাজিলের পক্ষে দিতে বাধ্য হয়েছে বলে মনে করছে আর্জেন্টিনার ফেডারেশন।