কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে পরাজিত করলো আর্জেন্টিনা । ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে চিলি পেনাল্টি পেয়ে একটি গোল পরিশোধ করে ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ১২ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা । মেসির ফ্রি-কিকের সুযোগ নিয়ে আগুয়েরো ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান ।
দশ মিনিট পর চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াসের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করে দিবালা।
ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটে ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত লাল কার্ড পেলেন লিওনেল মেসি। বল দখলের লড়াইকে কেন্দ্র করে মেসি ও চিলির ডিফেন্ডার গ্যারি মেডেল ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন । পরে দুইজনকেই লাল কার্ড দেখিয়ে রেফারি বহিষ্কার করেন ।
@TeamMessi and @MedelPitbull received red card in the @CopaAmerica third position match between Argentina and Chile. pic.twitter.com/V2hzHB0a7k
— Sports News (@eDailySports) July 7, 2019
বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান চিলির ভিদাল। এরপর আর কোনো দলই গোল করতে না পারলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।