কোপা আমেরিকা টুর্ণামেন্ট চলার সময় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে “দুর্নীতির” অভিযোগ করার কারণে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিকে তিন মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে ।
@TeamMessi and @MedelPitbull received red card in the @CopaAmerica third position match between Argentina and Chile. pic.twitter.com/V2hzHB0a7k
— Sports News (@eDailySports) July 7, 2019
এছাড়াও নিষেধাজ্ঞার পাশাপাশি বার্সেলোনার ফরোয়ার্ডকে ৫০ হাজার ডলার জরিমানাও করেছে কনমেবল । এর ফলে এই সময়ের মধ্যে মেসি আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না ।
তবে মেসি চাইলে এই সিদ্ধান্তের বিপক্ষে সাত দিনের মধ্যে আপিল করতে পারবে ।
সেমি ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর মেসি বলেছিলেন, রেফারি স্বয়ং ব্রাজিলের হয়ে খেলে তাদের হারিয়ে দিয়েছেন। যে কোনও বিতর্কিত সিদ্ধান্তে ব্রাজিলের পক্ষে রায় দিয়েছেন।
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩৭ তম মিনিটে চিলির মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কিতে মেসিকে লাল কার্ড দেখানো হয় । চিলির বিপক্ষে ২-১ গোলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের পরে তিনি বলেছিলেন “ব্রাজিলের জন্য কোপা আমেরিকা কাপটি পূর্বেই নির্ধারণ করে রাখা হয়েছে ” এবং পদক বিতরণ অনুষ্ঠানে অংশ নেননি তিনি।
এছাড়া আর্জেন্টিনা অধিনায়ক দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে (কনমেবল) “দুর্নীতিগ্রস্ত” বলে অভিহিত করেছিলেন ।
এই নিষেধাজ্ঞা বহাল থাকলে মেসি সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে চিলি এবং মেক্সিকোয়ের বিপক্ষে এবং অন্যটি ডর্টমুন্ডে স্বাগতিক জার্মানির বিপক্ষে ৯ অক্টোবর খেলতে পারবেন না ।