গত ১৭ এপ্রিল ঘোষিত ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণার কিছু দিন পরই মাদক গ্রহণের জন্য নিষিদ্ধ হওয়ায় বাদ পড়েন অ্যালেক্স হেলস।
BREAKING: Archer, Dawson & Vince named in England’s #CWC19 squad.https://t.co/NduNYdlaxP
— Cricket World Cup (@cricketworldcup) May 21, 2019
জায়গা হারিয়েছেন ডেভিড উইলি ও জো ডেনলি। আগে ঘোষিত বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড।
আলোচনায় থাকা বার্বাডোজে জন্ম নেওয়া গতিময় পেসার জফরা আর্চারকে দলে নিয়েছে ইসিবি। জায়গা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার লিয়াম ডসন ও ব্যাটসম্যান জেমস ভিন্স।
গত মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছর বয়সী আর্চার। মাত্র তিনটি ওয়ানডে খেলার পর ডাক পেলেন বিশ্বকাপ দলে।
আগামী ৩০ মে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।
বিশ্বকাপের ইংল্যান্ড দল:
ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম ডসন, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।