Image Credit: ICC Verified Account: @ICC/twitter

দুশ্চিন্তার কালো মেঘে ছেয়ে গিয়েছিল ইংল্যান্ডের আকাশ। বিশ্বকাপের আগমুহূর্তেই কিনা তাদের অধিনায়ক মর্গ্যান পড়লেন চোটে! যদিও খুশির খবর দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


তারা জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবেন তিনি। মর্গ্যান নিজেও আশাবাদী বিশ্বকাপের শুরু থেকে খেলার ব্যাপারে।

শুক্রবার অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান তিনি৷


এরপর স্থানীয় হাসপাতালে এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড অধিনায়ককে। এক্স-রে রিপোর্টে দেখা যায় মর্গ্যানের বাঁ হাতের তর্জনীতে সামান্য চিড় ধরা পড়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া যাবে মরগানকে।