বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শনিবার সাউদাম্পটনে এমন ঝালিয়ে নেয়া ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
What a victory for Australia!
They’ve triumphed over England by 12 runs in their #CWC19 warm-up. #ENGvAUS SCORECARD: https://t.co/8HZm23Nx7a pic.twitter.com/6hHjusR1qO
— Cricket World Cup (@cricketworldcup) May 25, 2019
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট হাতে ৪৯.৩ ওভারে ২৮৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এতে ১২ রানে জয় পায় অজিরা।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জেমস ভিন্স। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন জস বাটলার। এছাড়াও ওকস ৪০, জেসন ৩২, মঈন ২২, স্টোকস ২০, বেয়ারস্টো ১২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে রিচার্ডসন ও বেহরেনডোর্ফ ২টি করে, লায়ন, জাম্পা ও কাল্টার নিল ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেন স্টিভেন স্মিথ। অন্যদিকে ক্যারি ৩০, মার্শ ৩০, খাজা ৩১, ফিঞ্চ ১৪, স্টোইনিস ১৩ ও ওয়ার্নার ৪৩ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে প্ল্যাঙ্কেট ৪টি, ডওসন, কারান ও উড ১টি করে উইকেট শিকার করেন।