icc-cricket-world-cup

প্রথম বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল ১৯৭৫ সালে। বৃহস্পতিবার (৩০ মে) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে – তার সাথে প্রথম বিশ্বকাপের যেমন মিল রয়েছে। তেমনি স্বতন্ত্রতাও কম নয়। ইংল্যান্ডের মাটিতেই বসেছিল প্রথম বিশ্বকাপের আসর বসলেও এবার আর প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ বলা হচ্ছে না। দাপ্তরিকভাবে একে বলা হচ্ছে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপকে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বর্ণনা করা হচ্ছে আইসিসি মেন’স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলে।

বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো এসেছে লিঙ্গ সমতা। আর এই সমতা আনতে ক্রিকেটের আইনেও এমন এক শব্দ লেখা হচ্ছে যাতে তা দিয়ে পুরুষ ও নারী ক্রিকেটার উভয়কেই বোঝানো যায়।

ক্রিকেটের আইনের ইংরেজি ভাষ্যে ‘হি’ বা ‘হিজ’ এর মত পুরুষবাচক সর্বনাম বাদ দিয়ে, পরিবর্তে লেখা হচ্ছে ‘ফিল্ডার’, ‘বোলার’ ‘ব্যাটসম্যান’ বা ‘প্লেয়ার’।