ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের। খুনে ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও যে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার মতো তার প্রমাণ মিললো উদ্বোধনী ম্যাচেই। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা।
England are off to a winning start!
Archer takes three wickets, while Plunkett and Stokes get two each as the hosts beat South Africa by 104 runs! #ENGvSA SCORECARD ⬇️ https://t.co/nH52002J64 pic.twitter.com/dT8xVHtmOs
— Cricket World Cup (@cricketworldcup) May 30, 2019
কেনিংটন ওভালে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১০৪ রানে জিতেছে স্বাগতিকরা। ৩১১ রান তাড়ায় ৩৯ ওভার ৫ বলে ২০৭ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
ইংল্যান্ডের হয়ে ফিফটি করেন বেন স্টোকস, ওয়েন মর্গ্যান, জেসন রয় ও জো রুট। দুটি শতরানের জুটিতে ভর করে গড়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।
বিশ্বকাপে আর্চারের শুরুটাও হলো স্মরণ করে রাখার মতো। কার্যকরী বোলিংয়ে ৭ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি নেন লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকস। একটি করে নিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৮ (রয় ৫৪, বেয়ারস্টো ০, রুট ৫১, মর্গ্যান ৫৭, স্টোকস ৮৯, বাটলার ১৮, মইন ৩, ওকস ১৩, প্লানকেট ৯*, আর্চার ৭*; তাহির ১০-০-৬১-২, এনগিডি ১০-০-৬৬-৩, রাবাদা ১০-০-৬৬-২, প্রিটোরিয়াস ৭-০-৪২-০, ফেলুকোয়ায়ো ৮-০-৪৪-১, দুমিনি ২-০-১৪-০, মারক্রাম ৩-০-১৬-০)
দক্ষিণ আফ্রিকা: ৩৯.৫ ওভারে ২০৭ (ডি কক ৫৮, আমলা ১১, মারক্রাম ১১, দু প্লেসি ৫, ফন ডার ডাসেন ৫০, দুমিনি ৮, প্রিটোরিয়াস ১, ফেলুকোয়ায়ো ২৪, রাবাদা ১১, এনগিডি ৬, তাহির ০*; ওকস ৫-০২৪-০, আর্চার ৭-১-২৭-৩, রশিদ ৮-০-৩৫-১, মইন ১০-০-৬৩-১, প্লানকেট ৭-০-৩৭-২, স্টোকস ২.৫-০-১২-২)