গত বছরের মার্চে কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক ইনিংস খেললেন।
Australia win! 👏
The defending champions stroll to a comfortable seven-wicket win, riding on David Warner’s 89*.
That’s their #CWC19 campaign off to a flier. #CmonAussie pic.twitter.com/ajxXoCYP3J
— Cricket World Cup (@cricketworldcup) June 1, 2019
শনিবার তার ইনিংস সেরা পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
ওয়ার্নারের ৮৯ রানের অপরাজিত ইনিংস ছিল ১১৪ বলের, ৮টি চার মারেন তিনি। ২০৭ রানের লক্ষ্য ৯১ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
১৬৬ রানে ৮ উইকেট হারানো আফগানিস্তান বিশ্বকাপে তৃতীয়বারের মতো দুইশ ছাড়ায় রশিদের শেষের ঝড়ো ব্যাটিং।
১১ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রান করা রশিদকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন জ্যাম্পা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৩৮.২ ওভারে ২০৭ (শাহজাদ ০, জাজাই ০, রহমত ৪৩, শাহিদি ১৮, নবি ৭, নাইব ৩১, নাজিবউল্লাহ ৫১, রশিদ ২৭, দৌলত ৪, মুজিব ১৩, হামিদ ১*; স্টার্ক ৭-১-৩১-১, কামিন্স ৮.২-০-৪০-৩, কোল্টার-নাইল ৮-১-৩৬-০, স্টয়নিস ৭-১-৩৭-২, জ্যাম্পা ৮-০-৬০-৩)
অস্ট্রেলিয়া: ৩৪.৫ ওভারে ২০৯/৩ (ফিঞ্চ ৬৬, ওয়ার্নার ৮৯*, খাওয়াজা ১৫, স্মিথ ১৮, ম্যাক্সওয়েল ৪*; মুজিব ৪.৫-০-৪৫-১, হামিদ ৬-২-১৫-০, দৌলত ৫-০-৩২-০, নাইব ৫-০-৩২-১, নবি ৬-০-৩২-০, রশিদ ৮-০-৫২-১)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার