দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত জয়ে ইংল্যান্ড বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ওভালে রোববার বাংলাদেশের ২১ রানে জয়ের এই ম্যাচটা সাকিব আল হাসানের জন্যও আজীবন স্মরণীয় হয়ে থাকবে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ৭৫ রান, বোলিংয়ে এক উইকেট এবং অসাধারণ দুটি ক্যাচও নিয়েছেন এই বাঁহাতি।
Shakib gets Markram through the gate!
That’s his 250th wicket in ODIs 👏 👏 👏 #RiseOfTheTigers#SAvBAN LIVE 👇 https://t.co/6wY1jYPAUQ pic.twitter.com/smfeYx8xDE
— Cricket World Cup (@cricketworldcup) June 2, 2019
বাংলাদেশের জয়ে সাকিব ম্যাচ সেরা, এমন ঘটনা অনেকবার হয়েছে। কিন্তু আজ ওভালে যে অলরাউন্ডার সাকিব দুটি বিশ্বরেকর্ড গড়েছেন। আর এই জন্যই কখনোই বিস্মৃত হতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন সাকিব। ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপের পর আজও হাফ সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের জার্সি নাম্বারের সমান ৭৫ রান করে ফিরেন তিনি।
বোলিংয়ে এসে ইনিংসের ২০তম ওভারে মার্করামকে (৪৫) ক্যারিয়ারের আড়াইশত শিকার বানান এই বাঁহাতি স্পিনার। বোল্ড হয়েছিলেন মার্করাম। এর মাধ্যমেই ওয়ানডে ইতিহাসে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে দ্রুততম ম্যাচে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মালিক হয়ে যান এই বাঁহাতি। এর আগে এই কীর্তিটা ছিল পাকিস্তানের আব্দুর রাজ্জাকের দখলে। তার এই রেকর্ড গড়তে লেগেছিল প্রায় আড়াইশ ম্যাচ। যেখানে আজ সাকিব খেলেছেন ক্যারিয়ারের ১৯৯তম ম্যাচ।
এই তালিকায় আরও আছেন শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিস, জয়াসুরিয়ারা।