বোলিং অথবা ব্যাটিং দুই বিভাগেই সমান পারদর্শী তিনি। ক্রিকেটের বাইশ গজে তার আছে অসংখ্য রেকর্ড। প্রথম অলরাউন্ডার হিসেবে তিন ফরম্যাটে র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন। গড়েছেন অসংখ্য মাইলফলকও।
Jayasuriya: 13430 runs / 323 wickets
Kallis: 11579 / 273
Afridi: 8064 / 395
Shakib: 5792* / 250* 👈
Abdul Razzaq: 5080 / 269He’s not the No.1 all-rounder for nothing! Earlier today, Shakib became one of only five players to do the double of 5000 runs and 250 wickets! pic.twitter.com/rjAz0yFx1G
— ICC (@ICC) June 2, 2019
রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই নতুন আরো একটি মাইলফলকে পৌঁছালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট এই তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট (ওডিআই, টেস্ট ও টি-টোয়েন্টি) মিলিয়ে তামিম ইকবালের পর বাংলাদেশের সবচেয়ে বেশি রান এখন সাকিবের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ৩২৬ ম্যাচে ১১ হাজার ৭০ রান করেন সাকিব। আর এক ম্যাচ বেশি খেলা (৩২৭) তামিম ইকবালের মোট সংগ্রহ ১২ হাজার ৫৯২ রান।