Image Source: ICC/Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে দাপট দেখানোর পর দ্বিতীয় ম্যাচেই টাইগারদের ছন্দপতন।

আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ৪৯.২ ওভারে অল-আউট হয়েছে ২৪৪ রানে।

শুধুমাত্র সাকিব আল হাসানের ব্যাটই হাসলো। অন্যরা বড় কোনও ইনিংস খেলতে পারেনি।

মাশরাফি মুর্তজা ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডের মাইফলকে পৌঁছালেন সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই অর্জনের ম্যাচে ৪৪তম হাফসেঞ্চুরি করলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৫৪ বলে ৫ চারে ফিফটির ঘরে পৌঁছান তিনি।

বিশ্বকাপে আগের চার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করে জিতেছে নিউ জিল্যান্ড।

নিউজিল্যান্ডের মতো দুর্দান্ত দলের বিপক্ষে এই স্কোর দিয়ে আদৌ কোনো লড়াই করা সম্ভব কিনা সেটা মাঠেই দেখা যাবে।